বলদেব পালিত
প্রিয়তমা শ্রীমতী-র প্রতি
বড় বড় কবি যারা, বীর-রস-ভক্ত তাঁরা,
সে রসে মজিতে ধনি পারে কি সবাই?
বহিতে গণ্ডীব-ভার, পার্থ বিনা সাধ্য কার?
আমি প্রেম-ফুলধনু কেবল নোয়াই |
মধুর পিরীতি রস--- আমি ত ইহারি বশ,
অন্য রস কটু বলে স্পর্শিতে না চাই |
আশা করি ভালবাসা, গাঁথিয়া কোমল ভাষা,
আদি-রসে ডুবাইয়া তোমারে যোগাই |
মূর্খ পণ্ডিতাভিমানী, কত জন আছে জানি,
এ রসের নাম শুনি বিরক্ত সদাই ;
তুষিতে তাদের মন, বৃথা মম আকিঞ্চন,
অন্ধজনে তব রূপ বুঝান বালাই |
তোমারে এ কাব্য-হার, দিই আমি উপহার
রত্নহার পরাবার সাধ্য মম নাই |
প্রেম-সূত্রে গাঁথা মালা, তহ যোগ্য বটে, বালা,
তুমি নিলে মনোমত বাঞ্ছা-ফল পাই |
যদিও এ ফুলচয়, সমুদয় নব নয়,
রসপূর্ণ বটে কিনা তোমারে সুধাই?
তুমি যদি হৃষ্ট মনে ভাল বল সুলোচনে,
খল ছলগ্রাহিগণে আমি কি ভরাই?
বড় বড় কবি যারা, বীর-রস-ভক্ত তাঁরা,
সে রসে মজিতে ধনি পারে কি সবাই?
বহিতে গণ্ডীব-ভার, পার্থ বিনা সাধ্য কার?
আমি প্রেম-ফুলধনু কেবল নোয়াই |
মধুর পিরীতি রস--- আমি ত ইহারি বশ,
অন্য রস কটু বলে স্পর্শিতে না চাই |
আশা করি ভালবাসা, গাঁথিয়া কোমল ভাষা,
আদি-রসে ডুবাইয়া তোমারে যোগাই |
মূর্খ পণ্ডিতাভিমানী, কত জন আছে জানি,
এ রসের নাম শুনি বিরক্ত সদাই ;
তুষিতে তাদের মন, বৃথা মম আকিঞ্চন,
অন্ধজনে তব রূপ বুঝান বালাই |
তোমারে এ কাব্য-হার, দিই আমি উপহার
রত্নহার পরাবার সাধ্য মম নাই |
প্রেম-সূত্রে গাঁথা মালা, তহ যোগ্য বটে, বালা,
তুমি নিলে মনোমত বাঞ্ছা-ফল পাই |
যদিও এ ফুলচয়, সমুদয় নব নয়,
রসপূর্ণ বটে কিনা তোমারে সুধাই?
তুমি যদি হৃষ্ট মনে ভাল বল সুলোচনে,
খল ছলগ্রাহিগণে আমি কি ভরাই?
এই সাইড সম্পর্কে কোন তথ্য জানতে অথবা আপনার মতামত দিতে email করুন
kobita10@yahoo.com
ধন্যবাদ
kobita10@yahoo.com
ধন্যবাদ




বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
E-mail : kobita10@yahoo.com
Hello : +8801718172902
+88095162523
Fax : +88095162523

Created with page4, copyright © 2017 by page4 Corp., USA. All rights reserved.
Report this site as abusive Login
Report this site as abusive Login